বাংলাদেশ-ভারতের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭টি সমঝোতা চুক্তি সই হয়েছে। সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তিগুলে সই হয়। বিদ্যুত, বাণিজ্য, বন, জলবায়ু, পরিবেশ ও কৃষি খাত নিয়ে, দুই দেশের মধ্যে চুক্তিগুলো সই হয়।
এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দাবি করেন, দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা উন্নত হচ্ছে। তবুও কিছু প্রাণহানির ঘটনা ঘটছে, যা কাঙ্খিত নয়। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠকে আগে, এই সমঝোতা চুক্তিগুলো সই হলো।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠককালে দুই প্রধানমন্ত্রী, ১৯৬৫ সালের আগের চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগটি, দীর্ঘ ৫৫ বছর পর পুনরায় উদ্বোধন করবেন। এছাড়া আলোচনা হবে সাতটি অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা, যোগাযোগ, কোভিড সহযোগিতা, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকটসহ আরো বেশ কিছু বিষয়ে।