Sobujbangla.com | সৌদি কয়েকশ’ অভিবাসীর ওপর নির্যাতন চালাচ্ছে: এইচআরডব্লিউ।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

সৌদি কয়েকশ’ অভিবাসীর ওপর নির্যাতন চালাচ্ছে: এইচআরডব্লিউ।

  |  ১৮:১২, ডিসেম্বর ১৭, ২০২০

সৌদির কয়েকশ’ অভিবাসী নির্যাতন বা মারধরের শিকার হচ্ছেন প্রতিনিয়ত ।এছাড়া, অভিবাসী যারা মূলত ইথিওপিয়ান বংশোদ্ভূত, তাদের প্রচুর নোংরা পরিবেশে রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের কয়েকজনের উদ্ধৃতি করে সংস্থাটি নিশ্চিত করেছে।সূত্র : আল জাজিরা
সূত্রে আরো জানা যায়, বৈধ কাগজপত্র না থাকায় এই অভিবাসীদের গ্রেপ্তার করে ওই অভিবাসন সেন্টারে রাখে সৌদি কর্তৃপক্ষ। এসব ব্যক্তিদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। তবে তাদের মধ্যে আফ্রিকান বা এশিয়ার দেশের নাগরিকও রয়েছে। এসব অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
কয়েকজন বন্দির সঙ্গে কথা বলে এইচআরডব্লিউ মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, জনাকীর্ণ রুমে তাদের আটকে রাখা হয়েছে। গার্ডরা তাদের নির্যাতন করে এবং রাবার লাগানো লোহার রড দিয়ে তাদের পেটায়। এর ফলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বন্দি থাকা সাতজন ইথিওপিয়ান এবং সম্প্রতি দেশে ফেরত পাঠানো দুজন ভারতীয়র সঙ্গে কথা বলেছে এইচআরডব্লিউ। তারা সবাই বলেছেন যে, তাদের ছোট একটি রুমে আটকে রাখা হয়েছিল। ওই ডিটেনশন সেন্টারে আরও ৩৫০ জন বন্দি রয়েছে। বন্দি থাকা ব্যক্তিরা বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার কমাতে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি বন্দিশিবিরে কয়েকজনের মধ্যে করোনার লক্ষণও দেখা দিয়েছিল বলে জানায় ওই অভিবাসীরা। তারা বলছেন, ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা বা মাদুর নেই। তাই কিছু মানুষ দিনে এবং অন্যরা রাতে ঘুমায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ