সৌদি কয়েকশ’ অভিবাসীর ওপর নির্যাতন চালাচ্ছে: এইচআরডব্লিউ।
সৌদির কয়েকশ’ অভিবাসী নির্যাতন বা মারধরের শিকার হচ্ছেন প্রতিনিয়ত ।এছাড়া, অভিবাসী যারা মূলত ইথিওপিয়ান বংশোদ্ভূত, তাদের প্রচুর নোংরা পরিবেশে রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের কয়েকজনের উদ্ধৃতি করে সংস্থাটি নিশ্চিত করেছে।সূত্র : আল জাজিরা
সূত্রে আরো জানা যায়, বৈধ কাগজপত্র না থাকায় এই অভিবাসীদের গ্রেপ্তার করে ওই অভিবাসন সেন্টারে রাখে সৌদি কর্তৃপক্ষ। এসব ব্যক্তিদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। তবে তাদের মধ্যে আফ্রিকান বা এশিয়ার দেশের নাগরিকও রয়েছে। এসব অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
কয়েকজন বন্দির সঙ্গে কথা বলে এইচআরডব্লিউ মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, জনাকীর্ণ রুমে তাদের আটকে রাখা হয়েছে। গার্ডরা তাদের নির্যাতন করে এবং রাবার লাগানো লোহার রড দিয়ে তাদের পেটায়। এর ফলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বন্দি থাকা সাতজন ইথিওপিয়ান এবং সম্প্রতি দেশে ফেরত পাঠানো দুজন ভারতীয়র সঙ্গে কথা বলেছে এইচআরডব্লিউ। তারা সবাই বলেছেন যে, তাদের ছোট একটি রুমে আটকে রাখা হয়েছিল। ওই ডিটেনশন সেন্টারে আরও ৩৫০ জন বন্দি রয়েছে। বন্দি থাকা ব্যক্তিরা বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার কমাতে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি বন্দিশিবিরে কয়েকজনের মধ্যে করোনার লক্ষণও দেখা দিয়েছিল বলে জানায় ওই অভিবাসীরা। তারা বলছেন, ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা বা মাদুর নেই। তাই কিছু মানুষ দিনে এবং অন্যরা রাতে ঘুমায়।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 