Sobujbangla.com | সিলেটে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত শিপন হাজারী গ্রেপ্তার।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত শিপন হাজারী গ্রেপ্তার।

  |  ১৮:৫২, ডিসেম্বর ১৫, ২০২০

সিলেটে ২১টি ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে সোমবার দক্ষিণ সুরমা থেকে রাজীব এবং সবুজ নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
গ্রেপ্তারকৃত ডাকাতের নাম শিপন হাজারী (৩১)। সে বালাগঞ্জের সাদিকপুর গ্রামের মোবাশ্বির আলীর ছেলে। পুলিশ জানায়, সোমবার বিশ্বনাথ থানা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য একত্রিত হয়। উক্ত ঘটনায় রাজীব এবং সবুজ নামের ২ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ২ দিন আগে দক্ষিণ সুরমা থানা এলাকায় ডাকাতি করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। তাদের দল নেতা শিপন হাজারীকে মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা হতে গ্রেপ্তার করে পুলিশ।
তার স্বীকারোক্তিতে ঐ এলাকার কবরস্থান হতে ২টি দেশীয় তৈরি পাইপগান, ১টি গ্রীল কাটার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী প্রায় ১০ বছর ধরে ডাকাতির সাথে জড়িত বলে সিলেট জেলা পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশ আরো জানায়, সে আন্ত:বিভাগীয় ডাকাত দলের সর্দার। ডাকাত সর্দার শিপন হাজারীর বিরুদ্ধে সিলেট জেলা, সিলেট মেট্রোপলিটন এলাকা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অন্ত্রসহ মোট ২১টি মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ