প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী পরিচালকের পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
এসময়, করোনার কারণে ভারতের ভিসা নিয়ে সমস্যার বিষয়েও আলোচনা হয়। দুদেশের মধ্যে ব্যবসায়িক সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার।
পরে, প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিউ। এসময়, দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
এরপর, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।