Sobujbangla.com | সিলেটে আসছেন না চরমনাই পীর।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেটে আসছেন না চরমনাই পীর।

  |  ২০:০০, ডিসেম্বর ০৮, ২০২০

বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে আলিয়া মাদরাসা মাঠে তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এবার অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজকরা। তারা অভিযোগ করে বলেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে ১ ডিসেম্বর লিখিত অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনা করলে ও ৬ ডিসেম্বর হঠাৎ করে প্রশাসন মাহফিল বন্ধের নির্শেদ দেন। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সিলেট বিভাগীয় শাখার সভাপতি প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সমাজ সেবা মন্ত্রণালয়ের নিবন্ধিত একটি ধর্মীয় ও সামাজিক সংগঠন। মরহুম মাওলানা সৈয়দ ইসহাক (রহ.) প্রতিষ্ঠিত বাংলাদেশ মুজাহিদ কমিটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি দেশব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করে সামাজিক মূল্যবোধ সৃষ্টি ও ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট এর উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিবছর ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়ে থাকে। এ বছর ১০, ১১ এবং ১২ ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে ৩দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে ১ ডিসেম্বর লিখিত অনুমতি নিয়ে ওয়াজ মাহফিল সফলের লক্ষ্যে প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট, ব্যানার, তোরণ, মাইকিং এবং অতিথিবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রস্তুতিমুলক কার্যক্রমে কয়েক লক্ষাধিক টাকা ইতোমধ্যে ব্যয় করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এমতাবস্থায় ৬ ডিসেম্বর সিলেটের পুলিশ কমিশনার অফিসের পক্ষ থেকে ওয়াজ মাহফিলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়। তবুও আমরা মাহফিল আয়োজনের ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ