Sobujbangla.com | মৌলভীবাজারে মাস্ক পরেন কতজন।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মৌলভীবাজারে মাস্ক পরেন কতজন।

  |  ১৮:৫৯, ডিসেম্বর ০২, ২০২০

মৌলভীবাজারে কতজন মানুষ মাস্ক পরেন তা জানতে জেলা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে মাস্ক শুমারি। পুলিশের দাবি, শহরের ব্যস্ততম এলাকায় মাস্ক পরছেন ৯৫ শতাংশ মানুষ।
বুধবারের পদযাত্রায় দেখা যায়, ৯৫৩ জন লোকের মধ্যে ৮৫১ জন লোক মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই পুলিশ করোনা মোকাবিলায় জীবনবাজি রেখে সম্মুখসারির যোদ্ধা হিসেবে লড়ে চলেছে। এক্ষেত্রে পুলিশ সুপার ফারুক আহমেদ শুরু থেকেই নিয়েছেন নানামুখী উদ্যোগ। জনসাধারণকে মাস্ক পরতে সম্প্রতি মাস্ক সপ্তাহ নামক একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়। এবার পুলিশ সুপারের নির্দেশনায় গ্রহণ করেছেন ভিন্নধর্মী এক কার্যক্রম-মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমারি।
এই কার্যক্রমের মাধ্যমে জেলায় মাস্ক পরছেন বা পরছেন না-এমন লোকজনের হার গণনার উদ্যোগ নেয়া হয়েছে। যারা এখনো মাস্ক পরছেন না তারা যেন মাস্ক পরেন বা পরতে বাধ্য হন, সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
পুলিশ সুপার ফারুক আহমদ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা পুলিশ জেলা প্রশাসন স্বাস্থ্যবিভাগ, জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিকবৃন্দসহ সচেতন জনসাধারণের সঙ্গে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিত্যনতুন উদ্যোগ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ