ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুনে পুড়ে গেছে নিষ্পত্তি হওয়া আনুমানিক ৫ হাজার মামলার নথি।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। এসময় আদালতে একটি মামলার শুনানি চলছিল। বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে শুনানির সময়ে ধোয়া দেখা যায়। ধোঁয়া বাড়ার সঙ্গে সঙ্গে আদালতের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, এজলাসের ভেতরে থাকা এসির তার (বৈদ্যুতিক তার) থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আদালতের বিচারক কে. এম. ইমরুল কায়েশসহ আইনজীবী ও বিচারপ্রার্থীরা দ্রুত এজলাস ত্যাগ করেন। এ সময় কালো ধোয়ায় পুরো এজলাস অন্ধকার হয়ে যায়।
জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ,শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এসির কারেন্টের তার থেকে এ আগুন লাগতে পারে। আগুনের ঘটনায় আদালতের নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু নিষ্পত্তিকৃত মামলার কিছু পুরাতন নথির ক্ষতি হয়েছে। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিকাল ৫টা ১২ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। এ সময় আদালতের কর্মচারী-কর্মকর্তারা এজলাসে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র অন্যত্র সরানোর চেষ্টা করেন। আগুন লাগার খবর শুনে আইনজীবীরা ও সাধারণ জনগণ আদালত চত্বরে ভিড় করেন। আগুন নেভানোর কাজ শেষে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের লোকজন এজলাস ত্যাগ করেন।
এসময় কর্মচারীরাই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা ফায়ারসার্ভিস কর্মীদের৷

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 