Sobujbangla.com | সিলেট পুলিশ লালাবাজার রেঞ্জের বার্ষিক ভলিবল চাম্পিয়নশিপ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেট পুলিশ লালাবাজার রেঞ্জের বার্ষিক ভলিবল চাম্পিয়নশিপ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত।

  |  ১৮:২২, নভেম্বর ১২, ২০২০

সিলেট লালাবাজার পুলিশ লাইনে অনুষ্ঠিত সিলেট রেঞ্জ বার্ষিক ভলিবল চ্যম্পিয়নশীপ টুর্ণামেন্ট/২০২০ এর ফাইনাল খেলায় আরআরএফ, সিলেট দল মৌলভীবাজার, জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উদ্বোধন করেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। খেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্যদের উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট মোঃ মাহমুদুর রহমান পিপিএম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ নুরুল ইসলামসহ আরও পদস্থ কর্মকর্তাবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের মধ্যে ট্রফি ও মেডেল প্রদান করতঃ ডিআইজি মহোদয় উপস্থিত খেলোয়ার-দর্শকদের উদ্দেশ্যে এক মনোজ্ঞ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
পুলিশ বাহিনীর পেশাগত কঠোর দায়িত্ব ও পরিশ্রমের পাশাপাশি নির্মল খেলাধূলার গুরুত্ব আরোপ করে কবিতার ছন্দে তিনি বলেন, “খেলাধূলা সারাক্ষণ, সুস্থ দেহ, সুস্থ মন,।
ডিআইজি মহোদয় সিলেট রেঞ্জ পুলিশ টিমের বিভিন্ন খেলার গৌরবোজ্জ্বল ইতিহাসের ভূয়সী প্রসংশা করেন এবং আরআরএফ পুলিশ লাইন্সে একটি আদর্শ ফুটবল মাঠ, পুকুরের চারপার্শ্বে চিত্তাকর্ষক বৃক্ষরোপন ও নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের আশা ব্যক্ত করেন। পরিশেষে একটি সফল ও আনন্দদায়ক টুর্ণামেন্ট উপহার দেয়ার জন্য আরআরএফ কমান্ড্যান্টসহ সকল স্তরের অফিসার-ফোর্সকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁহার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ