রাসূল (সঃ) এর অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ।
ফ্রান্সে ব্যাঙ্গ চিত্র এঁকে রাসূল (সঃ) এর অবমাননার প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় শেরপুর উলামা পরিষদ এর আয়োজনে এ সমাবেশ করা হয়।
এতে সর্বস্তরের হাজার হাজার তৌহিদি জনতা রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে তৌহিদি জনতা ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ও ম্যাক্রোর কুশপত্তিলিকাসহ মিছিল সহকারে শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত¡র এলাকায় জমায়েত হতে থাকেন। কিছুসময়ের মধ্যে ঐ এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ বিদ্যুৎ উন্œয়ন বোর্ড (বিপিডিবি) জামেমসজিদ এর ইমাম ও খতিব ক্বারী মাওলানা বুরহান উদ্দিনের সঞ্চালনায় মৌলভীবাজার উলামা পরিষদ এর সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মাওলানা নূরুল ইসলাম, মাওলানা গিলমান আহমদ, মাওলানা আঃ বাছিদ, মাওলানা আহমেদ রুম্মান, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, প্রিন্সিপাল মাওলানা ওয়াজিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের নিকট দাবী জানান। এবং জাতিসঙ্ঘ ফ্রান্সের বিরেুদ্ধে কোন ব্যবস্থা না নিলে মুসলিম জাতিসঙ্ঘ প্রতিষ্ঠার দাবী এবং ওআইসির নিরবতার তীব্র সমালোচনা করেন। সমাবেশ শেষে এক বিশাল মিছিল শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়া হয়। পরে চত্ত্বরের পাশে ম্যাক্রোর ৫/৬ টি কুশপত্তিলিকায় জুতা পেটা করে আগুন দিয়ে পোড়ান হয়।
সমাবেশ চলাকালীন সময়ে যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মো. মোশাহিদ কামাল ও এএসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা প্রদান করেছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 