নব্য জেএমবির অস্ত্রসহ ৪ সদস্য আটক।
বগুড়ায় অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ নব্য জেএমবির ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। আটকরা নব্য জেমএমবির সক্রিয় সদস্য ।
শনিবার (৭ নভেম্বর) সকালে পুলিশ সুপার
কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি
আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
ব্রিফিংয়ে জানানো হয়, নব্য জেএমবি’র
সদস্যদের কাছ থেকে পুলিশ ১টি ৭.৬৫ পিস্তল, ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, দেশি
ওয়ান শুটার, ২টি কার্তুজ, বার্মিজ চাকু, চাপাতি, ১ কেজি পটাশিয়াম ক্লোরেটসহ
বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটকদের মধ্যে তানভীর আহম্মেদ আবু ইব্রাহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের ছাত্র। আতিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। এছাড়াও আটক করা হয় আবু সাঈদ ও মিডিয়া শাখা প্রধান জাকারিয়াকে।
ব্রিফিংয়ে ডিআইজি আব্দুল বাতেন আরও জানান, গত জানুয়ারিতে আশুলিয়াতে জঙ্গি তানভীরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জঙ্গি পুস্তক, ইলেকট্রনিক ও ড্রোন তৈরির সরঞ্জামসহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় তানভীর পলাতক ছিল। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে আশুলিয়া থানায় মামলা রয়েছে। সে ড্রোন তৈরির মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিল।
জঙ্গি জাকারিয়া জামিল জঙ্গিসংক্রান্ত অনলাইনে বিভিন্ন প্রকাশনা আরবি থেকে বাংলায় অনুবাদ করে প্রচার করতো। অপর জঙ্গি আতিকুর মধ্যেপ্রাচ্য যুদ্ধে যাবার প্রস্তুতি নিচ্ছিল। তিনি আরও জানান, উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন ৫০টির মত বোমা তৈরি করা সম্ভব।
জঙ্গিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 