অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে সমঝোতা, প্রতি ডোজের দাম পড়বে ৫ ডলার।

অবশেষে করোনা মোকাবিলায় ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে সই হয়েছে সমঝোতা স্মারক। যাতে তিন মাসে মিলবে ৩ কোটি টিকা। দেয়া হবে দেড় কোটি মানুষকে। প্রতিটি ডোজের দাম পড়বে ৫ ডলার।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সম্ভাব্য সব টিকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই তৎপরতায় প্রথমবারের সমঝোতা হলো ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে। যারা উৎপাদন করবে অ্যাস্ট্রাজেনকা কোম্পানির অক্সফোর্ডের ভ্যাকসিন। বাংলাদেশের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান-বেক্সিমকো ফার্মার মাধ্যমে প্রথম পর্যায়ে মিলবে দেড় কোটি ডোজ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এ নিয়ে বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও সিরাম ইন্সটিটিউটের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।
তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন বলেন, বৈশ্বিক এই মহামারি মোকাবিলায় ভ্যাকসিনই শেষ কথা নয়। মানতে হবে, স্বাস্থবিধি। থাকতে হবে, সচেতন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক চার-পাঁচ শতাংশ। মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬ হাজার ২১ জনে। নতুন শনাক্ত হয়েছে, ১ হাজার ৮৪২ জন। যাতে মোট আক্রান্ত হলেন, ৪ লাখ ১৬ হাজারের বেশি।