দেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল করতে চাই: প্রধানমন্ত্রী।
প্রকাশিত হয়েছে | ২০:৩০, অক্টোবর ২৮, ২০২০

কিংবা হাত পেতে নয়, নিজেদের সক্ষমতায় বাংলাদেশ যেন বিশ্বের বুকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। ত্রাণ তহবিলে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের শীতবস্ত্র ও কম্বল দেয়ার অনুষ্ঠানে বুধবার (২৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এসময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারীতে যতোটা অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছিলো; সরকারের পদক্ষেপের কারণেই তেমনটি হয়নি। বিভিন্ন প্রণোদনা প্যাকেজে সব শ্রেণির মানুষ উপকৃত হয়েছে বলে জানান তিনি।
এসময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংকারদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।
এ বিভাগের অন্যান্য সংবাদ