Sobujbangla.com | সারাদেশে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সারাদেশে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  |  ১৩:১২, অক্টোবর ২৭, ২০২০

জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সারাদেশে। এ উপলক্ষে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়।

নাটোরে সকালে সাড়ে ৮টার দিকে আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতৃবৃন্দরা। পরে সেখান থেকে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের নেতৃত্বে দলের নেতাকর্মী ও সমর্থকরা একটি র‌্যালী বের করে।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে যুব-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

পাবনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের ঈদগাহ মাঠ থেকে জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সনজু ও সাধারণ সম্পাদক হিমেল রানার নেতৃত্বে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১ টায় ইসলামপুর পাড়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যুবদলের কার্যক্রম শুরু হয়। জেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী।
লক্ষ্মীপুরে কেক কাটা দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের উওর তেমুহনী এলাকায় জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
তবে ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। সকাল ১০টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জিএম আবদুস সবুর কামরুলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সামনের দিকে যাওয়ার সময় পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ শোভাযাত্রার ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে চুয়াডাঙ্গায় পুলিশি বেষ্টনির মধ্যে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের শিল্পকলা একাডেমি চত্বরে নানা আয়োজন রাখা হয়। তবে পুলিশ সেসব আয়োজন সংক্ষিপ্ত করে দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ