সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে, সেলিমের বাসায়, অভিযান চালিয়ে উদ্ধার হয় পিস্তল, বন্দুক, মদ, বিয়ার, ওয়াকিটকিসহ বিপুল ইলেকট্রনিক্স ডিভাইস।
নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি, ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
সমাজের যে শ্রেণিতেই থাকুক, অপরাধী পার পাবে না। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরই র্যাবের অভিযান শুরু হয় সংসদ সদস্য হাজী সেলিমের বাসায়।
তল্লাশিতে যোগ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযান চালিয়ে উদ্ধার হয় পিস্তল, বন্দুক, মদ, বিয়ার, ওয়াকিটকিসহ বিপুল ইলেকট্রনিক্স ডিভাইস।
পরে প্রাথমিকভাবে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদকে হেফাজতে নেয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানায় র্যাব।
এরআগে ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুইতিনজনের বিরুদ্ধে মারধর, হুমকি, হত্যাচেষ্টার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা।
মামলার পর ইরফান সেলিমের গাড়িচালক মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে একদিনের রিমান্ড দেন আদালত।
শনিবার সন্ধ্যায়, বই কিনে স্ত্রীসহ মোটরসাইকেলে কলাবাগান মোড় পার হচ্ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ। পেছন থেকে সংসদ সদস্যের স্টিকার লাগানো ল্যান্ড রোভার ধাক্কা দেয়। প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে বেদম মারধর করা হয় ওয়াসিফকে। পরে গাড়িটি জব্দ করে পুলিশ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 