করোনা থেকে মুক্তির প্রার্থনায় দেবী বিসর্জন সুরমা নদীতে।
এবার উৎসবহীন ছিল দুর্গাপূজা। মন্দিরে মন্দিরে ছিল না জনাকীর্ণতা। স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় দুর্গাপূজা। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় দেবীর কাছে আরাধনা করেছেন পূজারীরা। আর কোনো ধরনের কোলাহল ছাড়াই বিসর্জন সম্পন্ন করেন সনাতন ধর্মালম্বীরা। সোমবার দুপুর থেকে নগরীর বিভিন্ন মন্ডপ থেকে ক্বীনব্রিজ সংলগ্ন সুরমা নদীতে দেবীর বিসর্জন দেয়া শুরু হয়। এবার দেবীর মর্ত্যলোক থেকে দোলায় আগমন ঘটে। শাস্ত্র মতে, দোলায় আসা মানে ছত্রভঙ্গ। তথা মারামারি-হানাহানি বেড়ে যাওয়া। আর হাতিতে চড়ে মর্ত্যলোক থেকে স্বামীর গৃহে প্রস্থান করছেন দেবী। তাতে মোটামুটি মঙ্গলজনক। যাবারকালে ধরণী থেকে রোগব্যাধী নিয়ে যাবেন দেবী। যে কারণে পূজারীদের আরাধনা ছিল করোনা ভাইরাস থেকে ধরণীকে রক্ষা। পুরোহিত ও কাব্যতীর্থ রজত কান্তি চক্রবর্তী বলেন, এবার দুর্গোৎসব হয়নি, হয়েছে দুর্গাপূজা। করোনা ভাইরাসের কারণে বিসর্জনেও নেই কোনো ধরনের শোভাযাত্রা। প্রত্যেকে আলাদাভাবে নিয়ে বিসর্জন দিয়েছেন। দেবী অনেক রূপে আসেন। বৈষ্ণবী রূপে আসা শান্তির প্রতীক। আসুরিক শক্তিতে আসেন অসুর বদ করতে। ঘোড়ায় চড়ে আসা-যাওয়া মানে ছত্রভঙ্গ তথা হানাহানি-মারামরির ইঙ্গিত বহন করে। এবার মর্ত্যলোক থেকে দোলায় চড়ে আসেন দেবী। আজ বিজয়া দশমীতে বিসর্জনে শিবের সঙ্গে স্বামীর গৃহে ফিরে যাবেন হাতিতে চড়ে। তাই বিসর্জনের পর প্রত্যেক মণ্ডপে করোনা ভাইরাস থেকে মুক্তি ও শান্তির জন্য আরাধনা করবেন তারা। সনাতন ধর্মের লোকজন জানান, এবার স্বাস্থ্যবিধি মেনেই মণ্ডপগুলোতে দুর্গাপূজা উদযাপন করা হয়। এক্ষেত্রে প্রতিটি মণ্ডপ পর্যাপ্ত আলো-বাতাসের জন্য খোলামেলা রাখা, শুধু পুষ্পাঞ্জলির সময় মাইকের ব্যবহার করা, সাউন্ড সিস্টেম বা ডিজের ব্যবহার না করা এবার এসব বাধ্যতামূলক ছিল। স্বাস্থ্যঝুঁকির কারণে এবার প্রসাদ বিতরণ, আরতি, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ ও শোভাযাত্রা করা হয়নি।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 