Sobujbangla.com | বাংলাদেশিদের কি হবে অসহায় বাঙালি : কুয়েতে নতুন আইন।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

বাংলাদেশিদের কি হবে অসহায় বাঙালি : কুয়েতে নতুন আইন।

  |  ১৪:৩৩, অক্টোবর ২৩, ২০২০

কুয়েতের মোট জনসংখ্যার ৭০ ভাগই বিদেশি নাগরিক। দেশটি চাচ্ছে বিদেশিদের সংখ্যা ৩০ ভাগে নামিয়ে আনতে। এতে করে অর্ধেক বাংলাদেশি ফেরত আসার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে দেশটির বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, নতুন আইন মানে এখনই বিদেশিদের ফিরিয়ে দেবে এমনটি নয়। প্রবাসী কল্যাণ মন্তণালয়ের সচিব জানিয়েছেন, কর্মীদের যাতে সমস্যা না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে ২৭ অক্টোবর আন্তমন্ত্রণালয় সভা করা হবে। তেল সমৃদ্ধ অর্থনীতির দেশ কুয়েত। দেশটিতে মোট জনসংখ্যা ৪৫ লাখের মতো। এর মধ্যে ৩৪ লাখই বিদেশি। অর্থাৎ মোট জনসংখ্যার ৭০ ভাগই বিদেশি। মঙ্গলবার অভিবাসী বিষয়ক নতুন আইন পাশ করেছে দেশটির সংসদ। এর মূল উদ্দ্যেশ্য বিদেশি নাগরিকদের সংখ্যা কমিয়ে ৩০ ভাগ করা।
কুয়েতে অন্তত সাড়ে তিন লাখ বাংলাদেশি রয়েছে। নতুন এই আইনে কতোটা প্রভাব পড়তে পারে এই প্রবাসীদের ওপর? এমন প্রশ্ন ছিলো দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে। শ্রম অভিবাসন বিশ্লেষকরা মনে করছেন, নতুন আইনের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশি কর্মীরা। তাই কর্মীদের সুরক্ষায় এখনই কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বললেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা। এবিষয়ে কী করণীয় তা ঠিক করতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা করার কথা জানান তিনি। অন্যদিকে, বাংলাদেশের আরেকটি বড় শ্রমবাজার ওমানেও বিদেশি কর্মী কমানোর প্রস্তাবনা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নিজেদের নাগরিকদের কাজে লাগাতেই এই উদ্যেগ বলে জানিয়েছে ওমান সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ