নারায়ণগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগ।
ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জে বাড়ির কেয়ারটেকার ও সাতক্ষীরায় নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। এদিকে, মেহেরপুরে ধর্ষণের পর থেকে পলাতক অভিযুক্ত ধর্ষক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকার আবু বক্করকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের খবরে ছয় তলার ওপরের একটি কক্ষের দরজা ভেঙে আবু বক্করকে আটক করা হয়।
নির্যাতিতাদের বাবা জানান, আবু বক্করকে তার দুই মেয়ে নানা বলে ডাকতো। পাঁচ সেপ্টেম্বর তারা অভিমান করে খালার বাসায় যাওয়ার সময় তাদের ডেকে নেয় কেয়ারটেকার। ভবনের নিচ তলায় তাদের ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা পরিবারকে জানায় কিশোরীরা। এদিকে, মেহেরপুর সদরে ধর্ষণের দায়ে মামলা করেছে ভুক্তভোগী। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ধর্ষক হযরত আলী। পুলিশ জানায়, স্বামীর অনুপস্থিতিতে সোমবার রাতে ঐ গৃহবধূকে বাড়ির পাশের আমবাগানে তুলে নিয়ে যায় হযরত আলী। সেখানে তাকে ধর্ষণ করে। এসময় ঐ নারীর চিৎকারে লোকজন ছুটে গেলে ধর্ষক পালিয়ে যায়।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 