Sobujbangla.com | ওমরা হজ পালনের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি তাই আপনারা সতর্ক থাকবেন
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

ওমরা হজ পালনের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি তাই আপনারা সতর্ক থাকবেন

  |  ১৯:০৮, অক্টোবর ০৬, ২০২০

ধর্ম মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারির মধ্যে সৌদি আরব সীমিত আকারে ওমরাহ হজ চালু করলেও বাংলাদেশকে এখনও সুযোগ দেয়া হয়নি। এ নিয়ে কেউ যেন প্রতারণার শিকার না হয়।
ধর্ম মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা ফেসবুকে ওমরাহর দিনক্ষণ জানিয়ে সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব এখন পর্যন্ত ওমরাহর ব্যাপারে কোনও আনুষ্ঠানিক চিঠি দেয়নি। তারপরও কতিপয় ব্যক্তি ও এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্দষ্ট দিনক্ষণ উল্লেখ করে ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত হওয়ার সম্ভবনা রয়েছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এতে আরও বলা হয়, সৌদি আরব থেকে ওমরাহর বিষয়ে অনুমতি পাওয়ার পরেই ধর্মমন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে কেউ যেন কোনও ব্যক্তি বা এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেন না করেন সে ব্যাপারে অনুরোধ করা হয়।
গেলো রোববার থেকে প্রায় সাত মাস পর সীমিত আকারে ওমরাহ হজ শুরু হয়।
সৌদি সরকার জানিয়েছে, তিনটি ধাপে ওমরাহ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে তাদের। প্রথম ধাপে শুধু সৌদি আরবের অবস্থানরতরাই সুযোগ পাচ্ছেন। ওমরাহর অ্যাপের মাধ্যমে সৌদি হজ মন্ত্রণালয়ে আবেদন করতে হয়েছে তাদের।
এমনিতে আগে দিনক ২০ হাজার জনকে ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও এখন মাত্র ছয় হাজার জনকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জনকে ওমরার জন্য মসজিদুল হারামে প্রবেশের অনুমতি দেয়া হবে।
তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বিদেশ থেকে আসা ওমরাহ যাত্রী মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ হজ করার সুযোগ পাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ