শিশুদের মানুষের মতো মানুষ করতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের ওপর অত্যাচার-নির্যাতন রোধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের শিক্ষাজীবন যেনো ব্যাহত না হয়, সেজন্য অনলাইন ক্লাসের ওপর সরকার জোর দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের মতো মানুষ হিসেবে শিশুদের তৈরি করতে হবে, শিশুদের বিকশিত করতে সরকারের নানা ধরণের পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, প্রতিবন্ধি শিশুরা যেনো সমাজে অবহেলিত না হয়, সেজন্য নানাভাবে তাদের প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় সরকার অনলাইন ক্লাসের ওপর জোর দিয়েছে। এমনকি ঘরবন্দি শিশুদের বিষয়ে অভিভাবকদের আরো যত্মবান হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।