মিন্নির পরিকল্পনাতেই স্বামী রিফাত শরীফকে হত্যা করা হয়। মামলার ৬ আসামির মৃত্যুদণ্ডের রায় রোববার সকালে পৌঁছে উচ্চ আদালতে।
বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নিসহ মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। খালাস চেয়ে মিন্নির ওকালতনামা আইনজীবীর কাছে জমা দেয়া হয়েছে। তার বাবার দাবি, মিন্নি প্রভাবশালী মহলের চক্রান্তের শিকার।
‘মিন্নির পরিকল্পনাতেই স্বামী রিফাত শরীফকে হত্যা করা হয়। কোপানোর সময় স্বামীকে বাঁচানোর নাটক করেছিলেন মিন্নি।’ আলোচিত এ মামলার ৬ আসামির মৃত্যুদণ্ডের রায় রোববার সকালে পৌঁছে উচ্চ আদালতে।
রায় পৌঁছার আগেই হাইকোর্টে হাজির মিন্নির বাবা। সঙ্গে আনেন মিন্নির সই করা ওকালতনামা। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তার বাবা জানান, তার মেয়ে কনডেম সেলে খুব কষ্টে আছেন। মিন্নিকে ফাঁসানো হয়েছে বলে আবারো দাবি করেন তিনি।
নিয়মানুযায়ী, আসামিরা সাত দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। মিন্নির আইনজবী জানান, এ সময়ের মধ্যেই আবেদনটি জমা দেয়া হবে।
কারা সূত্রের তথ্যমতে, দেশের কারাগারে বর্তমানে ৪৯ জন ফাঁসির দন্ডপ্রাপ্ত নারী আসামি কনডেম সেলে রয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো নারী আসামির ফাঁসি কার্যকরের নজির নেই।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 