মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত।
প্রকাশিত হয়েছে | ১৪:২৪, অক্টোবর ০৪, ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিদেশি নতুন ও পুরাতন সব শিক্ষার্থীর এ বছরের জন্য দেশটিতে প্রবেশে স্থগিত করেছে মালয়েশিয়া সরকার।
স্থানীয় সময় রোববার (০৪ অক্টোবর) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল যাইমি দাউদ সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি জানান, চলতি মাসে সেসব শিক্ষার্থীর প্রবেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আবেদনপূর্বক শারীরিক নিবন্ধনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল সেগুলোও আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলেও তিনি জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ