সৌদি টিকিট নিয়ে বিশৃঙ্খলা কাটছেই না আশ্বাসে বন্দি প্রবাসীদের কান্না।

সৌদি যেতে টিকেট পেতে আবারও শুরু হবে টোকেন দেয়ার কার্যক্রম। সৌদী এয়ারলাইন্স কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সোনারগাও হোটেলে ভিড় করেন প্রবাসীরা। বন্ধ হয়ে যায় মূল সড়ক। প্রতিবন্ধকতা দূর করতে গিয়ে হোটেলটির গেট টপকে হুড়মুড়িয়ে পুরো হোটেলে ছড়িয়ে পড়েন টিকেট প্রত্যাশীরা।
এ সময় হিমশিম খাওয়া দায়িত্বরত পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেন পরিস্থিতি শান্ত রাখার। তবে সৌদী এয়ারলাইন্স কর্তৃপক্ষের নীরবতায় ক্ষনে ক্ষনেই ধৈর্য্যের বাধ ভাঙে প্রবাসীদের। তীব্র গরম আর প্রচন্ড ভীড়ে অসুস্থ হয়ে পড়তে থাকেন অনেকেই।
তবে থেমে থাকেনি টিকেট বিক্রি কার্যক্রম। আগের দফায় পাওয়া টোকেনের বিপরীতে টিকেট কিনেছেন অনেকেই।
শুধু সৌদি এয়ারলাইন্সই নয়, এয়ার এয়াবিয়ার টিকেটের দাবীতেও কিছু সময় রাস্তা বন্ধ রাখেন প্রবাসীরা।
পরে দুপুর দেড়টার দিকে, ভিসার মেয়াদ বিবেচনায় দেড় হাজার টোকেন দেয়ার কথা জানায় সাউদিয়া এয়ারলাইন্স।
প্রবাসীদের অভিযোগ, ভিসার মেয়াদ না দেখেই টোকেন দেয়া হচ্ছে। পরে, সৌদি প্রবাসীরা টিকিটের জন্য বিক্ষোভ করতে থাকেন। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশের সাথে প্রবাসীদের ধস্তাধস্তি হয়। তবে, যে সমস্ত যাত্রীদের টিকেট, পাসপোর্ট এবং ভিসার মেয়াদ আছে তাদেরকে নতুন টোকেন দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ালাইন্স কর্তৃপক্ষ। রোববার সকাল ৮টা থেকে টিকিট প্রত্যাশীদের টোকেন দেয়ার কথা জানিয়েছিলো সৌদি এয়ারল্যাইন্স। শুক্রবার দুপুর থেকেই তার জন্য লাইন ধরেছেন ছুটিতে দেশে এসে করোনায় আটকেপড়া সৌদিপ্রবাসীরা। তবে শনিবার সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। রাত ১২ টা নাগাদ অন্তত ৪ থেকে ৫ হাজার প্রবাসী ভিড় জমান হোটেল সোনারগাঁ এর সামনে।