Sobujbangla.com | মহেশখালীর মগচর থেকে ভাসমান লাশ উদ্ধার।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মহেশখালীর মগচর থেকে ভাসমান লাশ উদ্ধার।

  |  ২০:০৪, সেপ্টেম্বর ২২, ২০২০

মহেশখালীর সোনাদিয়ার মগচরে সাগর থেকে ভেসে আসা একটি লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১১টায় এই লাশ উদ্ধার করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসনের লোক এবং পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অপরদিকে কুতুবজোমের ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন জানান, উদ্ধারকৃত লাশের চেহারা অনেকটা বিকৃত হয়ে গেছে। চামড়ায় পচন ধরেছে, মাথার চুল পড়ে গেছে। এই অবস্থায় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে চরে রেখেছি। তবে সেটি রোববার বাঁকখালী নদীতে নৌ দুর্ঘটনায় নিখোঁজ ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়ার বাসিন্দা চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের ছাত্র আশরাফুল মোহাম্মদ তোফায়েলের লাশ কিনা এখনও শনাক্ত করা যায়নি। আশরাফুলের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জন্মগত চিহ্ন দেখে আশরাফুলের পরিবারের লোকজন লাশটি আশরাফুল বলে সনাক্ত করেন। পরে উপজেলা প্রশাসন লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
অপরদিকে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন এর জালিয়াপাড়া সংলগ্ন মহেশখালী চ্যানেলের চরে সাগর থেকে ভেসে আসা আনুমানিক ৩৫/৪০ বছর বয়সের আরও একটি লাশ পাওয়া গেছে। তার পরনে হাফপ্যান্ট ও গায়ে ফুলহাতা গেঞ্জি রয়েছে।স্থানীয় জেলেরা সকালে লাশটি দেখতে পান বলে জানা যায়। লাশটি পাওয়ার পর খবর পেয়ে নিখোঁজ তোফাইলের পরিবারের লোকজন উদ্ধারকৃত লাশটি সনাক্ত করতে গিয়েছিল। তবে সেটি তোফাইল এর লাশ নয় বলে জানিয়েছেন তার পরিবার।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত লাশটিও নৌ দুর্ঘটনায় নিহত কোন জেলের লাশ। মহেশখালী জেটিঘাটের দীর্ঘদিনের অব্যবস্থাপনা মাত্রাতিরিক্ত হয়রানির প্রতিবাদে ও নিখোঁজ আশরাফুলের উদ্ধারের দাবিতে আজকে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেন মহেশখালীর কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র সমাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ