ব্যর্থ কেন সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে সাবেক ছাত্রদল নেতারা।

ধারাবাহিক ভাবেই সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন বিএনপি নেতারা। এজন্য বিএনপি কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয় সাবেক ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকদের। দলের চেয়ারপারসন এজন্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পদে ছাত্রদলের সাবেক নেতাদের বসিয়েছিলেন। ভেবেছিলেন, আগামী দিনের আন্দোলন ও কর্মসূচিতে রাজনৈতিক সাফল্য অর্জনের পথ অনেক সহজ হবে। কিন্তু সেই আশাতেও গুড়ে বালি। সাবেক ছাত্রদল নেতারাও আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। প্রশ্ন উঠেছে, কেন এই ব্যর্থতা
বিএনপির সহযোগী সংগঠন হিসেবে ১৯৭৯ সালে প্রতিষ্ঠা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি ও আহ্বায়কের পদে এসেছেন ১৮ জন। সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের পদে আসীন হয়েছেন ১১ জন। মোট ২৯ জনের মধ্যে রাজনীতি ছেড়েছেন ৬ জন, মারা গেছেন ৪ জন, গুম আছেন ১ জন। সক্রিয় ১৪ জন। সক্রিয়দের প্রায় সবাই বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। বাকিরা আছেন ভালো পদের অপেক্ষায়।