Sobujbangla.com | শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে তাদের ওখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে তাদের ওখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।

  |  ১০:৩৪, সেপ্টেম্বর ১৪, ২০২০

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে তাদের ওখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মিরপুরে শ্রীলঙ্কা সফরের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শ্রীলঙ্কা বোর্ডের ওপর বিরক্তিও প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কেন শ্রীলঙ্কায় অনুশীলন করতে দেয়া হবে না-এ নিয়েও সমালোচনা করেন বিসিবি বস পাপন। এমন অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপও খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বলেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত বা কন্ডিশনসমূহ পৃথিবীর ইতিহাসে বিরল।
এ সময় বিভিন্ন দেশের খেলার প্রসঙ্গের উদাহরণ দিয়ে পাপন বলেন, অনেক দেশ স্বাস্থ্যবিধি মেনে খেলছে। করোনার মধ্যে সেসব দেশে যে প্রক্রিয়ায় খেলা হচ্ছে। সেটাও মানছে না লঙ্কান ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কা সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। কিন্তু বিসিবি চায় সর্বোচ্চ ৭ দিন কোয়ারেন্টিনে থাকার পর স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করতে। এছাড়াও লঙ্কান সরকারের কঠিন নীতিমালার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে এইচপি দলের সিরিজও। ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে তামিম-মুশফিকদের।
তবে শ্রীলঙ্কা সফর হোক বা না হোক, শিগগিরই ঘরোয়া ক্রিকেট লিগ শুরু হবে বলেও জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ বিভাগের অন্যান্য সংবাদ