Sobujbangla.com | গরু চুরির অভিযোগে নির্যাতন: মামলা করবেন মা ও মেয়ে
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

গরু চুরির অভিযোগে নির্যাতন: মামলা করবেন মা ও মেয়ে

  |  ২০:০৯, আগস্ট ২৪, ২০২০

শেষপর্যন্ত জামিনে মুক্তি পেলেন কক্সবাজারের চকরিয়ায় নির্যাতিত নারী ও তার দুই মেয়ে। সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার পর তিনি দাবি করেন, গরু চুরি নয়, তাদের জিনিসপত্র লুটের পর ঘটনা সাজিয়েছে কিছু লোক। যাতে ইন্ধন দেন ইউপি চেয়ারম্যান। এজন্য শিগগিরই মামলা করবেন তিনি।

সোমবার সন্ধ্যা সাতটার কিছু পর কক্সবাজার কারাগার থেকে মুক্তি পান নির্যাতিত এই নারী ও তার দুই মেয়ে। তখনও তিনি হাঁটছিলেন খুড়িয়ে খুড়িয়ে। ঘিরে ছিল ভীতি-আতঙ্ক।
ঘটনার বর্ণনা দিয়ে এই নারী জানান, শুক্রবার চকরিয়ার হারবাং পহরচাঁদা গ্রামে আত্মীয় বাড়িতে যাবার পথে একদল লোক তাদের সব টাকা পয়সা ও জিনিসপত্র কেড়ে নেয়। এরপর উল্টো গরুচোর অপবাদ দিয়ে চালায় নির্যাতন চালায়। হারবাং ইউনিয়ন পরিষদে নেবার পর আরেকদফা মারধর করেন চেয়ারম্যান মিরানুল ইসলাম।
নির্যাতিত এই নারীর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তারা তিনজন মুক্তি পেলেও এখনো কারাগারে পরিবারের আরেক সদস্য। জানিয়েছেন, এ ঘটনার জন্য তিনি মামলা করবেন অভিযুক্ত চেয়ারম্যান ও সহযোগীদের বিরুদ্ধে।
এরআগে দুপুরে চুরির মামলায় তাদের জামিন মঞ্জুর করেন চকোরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ঘটনাটি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। নির্যাতিতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
পুরো ঘটনাটি তদন্তে প্রশাসনের গাফিলতি পেলে হস্তক্ষেপ করার কথা জানিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এদিকে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বক্তব্য নিয়েছেন জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ