কুমিল্লায় মহিলা আওয়ামী লীগের উপজেলা মুজিববর্ষে বৃক্ষরোপণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উপজেলা ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের আয়োজনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি জোবেদা খাতুন।
চৌদ্দগ্রামে উপজেলা মহিলা আওয়াম ীলীগের সভাপতি ফয়জুন্নেছা আমীনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, পৌর মেয়র মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, সংরক্ষিত মহিলা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার বিউটিসহ মহিলা আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুবিবর্ষ উপলক্ষে জেলার সর্বত্রই বৃক্ষ রোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 