লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ১৮তম সভা শনিবার বিকেলে ইউনিভার্সিটির বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. রাগীব আলী।
সভায় লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি এবং ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্তসমূহের অনুমোদন দেওয়া হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম. আর. কবির, সদস্য প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, আব্দুল হান্নান, দেওয়ান সাকিব আহমেদ, মো. জাকির হোসেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ডের সচিব শায়েখুুল হক চৌধুরী, মো. আক্তারুজ্জামান এবং ইনচার্য (অর্থ ও হিসাব) রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।
আর আগে একই দিন সকাল ১১টায় রাগীব রাবেয়া-ফাউনন্ডেশনের ৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফাঊন্ডেশনের ভাইস চেয়ারম্যান বনমালী ভৌমিক, ট্রেজারার আব্দুল হাই, সদস্য , আব্দুল হান্নান, মো. আক্তারুজ্জামান, দেওয়ান সাকিব আহমেদ, ফাউন্ডেশনের সচিব শায়েখুল হক চৌধুরী এবং রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 