Sobujbangla.com | শুটিংয়ে ফিরছেন রাকুল
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শুটিংয়ে ফিরছেন রাকুল

  |  ১৯:৪১, আগস্ট ২১, ২০২০

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে বলিউড সিনেমার শুটিং বন্ধ ছিল দীর্ঘদিন। তবে এখন ধীরে ধীরে শুটিংয়ে ফিরতে শুরু করেছেন তারকারা। ভারত সরকারের দেয়া মহামারি কালীন সকল নির্দেশনা মেনে এরই মধ্যে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন চলতি প্রজন্মের আলোচিত অভিনেত্রী রাকুল প্রীত সিং।
চলতি সপ্তাহে মুম্বইয়ে ফিল্ম সিটি স্টুডিওতে এই তারকা তাদের নতুন সিনেমার শেষ দিকের শুটিং পুনরায় শুরু করেছেন। টানা ১০ দিন এ ছবির শুটিং করবেন নায়িকা। এখানে তার নায়ক অর্জুন কাপুর। এছাড়াও রাকুলের হাতে রয়েছে আরো বেশকিছু ছবি। এগুলো হলো-‘অ্যাটাক’, ‘ইন্ডিয়ান টু’সহ কয়েকটি বলিউড ছবি। পাশাপাশি তামিল ছবিতেও কাজ করছেন রাকুল।
জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, অনেক দিন পর নতুন ছবির শুটিং করছি। খুব ভালো লাগছে। আমার বেশকিছু বলিউড প্রজেক্ট রয়েছে সামনে। করোনার কারণে সব থমকে গিয়েছিল। তবে আবার ধীরে ধীরে এগুলোর কাজ শুরু হচ্ছে। আমি খুব আশাবাদী ছবিগুলো নিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ