শুটিংয়ে ফিরছেন রাকুল

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে বলিউড সিনেমার শুটিং বন্ধ ছিল দীর্ঘদিন। তবে এখন ধীরে ধীরে শুটিংয়ে ফিরতে শুরু করেছেন তারকারা। ভারত সরকারের দেয়া মহামারি কালীন সকল নির্দেশনা মেনে এরই মধ্যে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন চলতি প্রজন্মের আলোচিত অভিনেত্রী রাকুল প্রীত সিং।
চলতি সপ্তাহে মুম্বইয়ে ফিল্ম সিটি স্টুডিওতে এই তারকা তাদের নতুন সিনেমার শেষ দিকের শুটিং পুনরায় শুরু করেছেন। টানা ১০ দিন এ ছবির শুটিং করবেন নায়িকা। এখানে তার নায়ক অর্জুন কাপুর। এছাড়াও রাকুলের হাতে রয়েছে আরো বেশকিছু ছবি। এগুলো হলো-‘অ্যাটাক’, ‘ইন্ডিয়ান টু’সহ কয়েকটি বলিউড ছবি। পাশাপাশি তামিল ছবিতেও কাজ করছেন রাকুল।
জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, অনেক দিন পর নতুন ছবির শুটিং করছি। খুব ভালো লাগছে। আমার বেশকিছু বলিউড প্রজেক্ট রয়েছে সামনে। করোনার কারণে সব থমকে গিয়েছিল। তবে আবার ধীরে ধীরে এগুলোর কাজ শুরু হচ্ছে। আমি খুব আশাবাদী ছবিগুলো নিয়ে।