ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫ শিশুসহ ৪৫ অভিবাসীর মৃত্যু

ভুমধ্যসাগরে ইউরোপ অভিমুখী নৌযান ডুবে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জনের প্রাণহানি হয়েছে। ইউরোপে মানব পাচারের অন্যতম রুট লিবিয়া উপকূলে চলতি বছর সবচে’ বেশি প্রাণহানির ঘটনা এটি। জাতিসংঘ শরণার্থী সংস্থা থেকে জানানো হয়, লিবিয়া উপকূলের জোয়ারা এলাকায় শরণার্থী বোঝাই নৌযানের ইঞ্জিন বিস্ফোরিত হলে মর্মান্তিক এই দুর্ঘটনা হয়। ঘটনাস্থলের আশপাশে থাকা নৌযানের তাৎক্ষণিক তৎপরতায় ৩৭ জনকে জীবিত ও ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়। হতভাগ্যদের বেশিরভাগই সেনেগাল, মালি, সাদ ও ঘানার।
আরো বেশ কয়েকজন নিখোঁজ থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য স্বেচ্ছাসেবক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএম। এবছর এধরণের একাধিক দুর্ঘটনায় অভিবাসন প্রত্যাশি তিনশতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। দারিদ্র, সহিংসতাসহ সামাজিক অস্থিরতার নানা কারণে চলতি বছর অন্তত ১৭ হাজার অভিবাসন প্রত্যাশি এই পন্থায় ইতালি ও মাল্টা গেছে।