রাজধানীতে ৭০ লাখ জাল টাকাসহ আটক ৩
রাজধানীর নয়াপল্টন থেকে ৭০ লাখ টাকার জাল নোট জব্দ করেছে ডিবি পুলিশ। এছাড়া নোট তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একইসাথে সারাদেশে ছড়িয়ে থাকা চক্রটির অন্য সদস্যদের ধরতেও কাজ চলছে।
জানা যায়, এখানে জাল টাকার নোট তৈরি করতে ছাপাখানার একজন দক্ষ রংয়ের মিস্ত্রি জলছাপসহ কাগজ প্রিন্টের উপযুক্ত করে দিতেন। তারপর আরেকজন কম্পিউটার অপারেটর অ্যাডোবি ফটোশপের মাধ্যমে দৈনিক তৈরি করতেন ৭০ লাখ টাকার জাল নোট। আর সারাদেশে ডিলারের কাছে সাপ্লাই দিতেন মালিক। তারা ১ লাখ টাকার জাল নোট ৮ থেকে ৯ হাজার টাকায় বিক্রি করতেন। অবৈধ এই কাজটি তারা করছেন কয়েকমাস ধরে। মানিক নামের এক কারবারির কাছে হাতেখড়ি তাদের।
গুলশানের (ডিসি, ডিবি) মশিউর রহমান বলেন, এই বিষয়ে মামলা করা হবে। এর সাথে জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে। রাজধানীসহ সারাদেশে জাল নোট সরবরাহ করতেন তারা। আটক ৩ জন বলেছে জাল টাকার কারবারি আছে কয়েক হাজার ব্যক্তি। নেটওয়ার্ক ছড়িয়ে আছে সারাদেশে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 