পররাষ্ট্রমন্ত্রী : বলেছেন ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর।
প্রকাশিত হয়েছে | ১৮:৩২, আগস্ট ০৮, ২০২০

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক। আর চীনের সাথে অর্থনৈতিক। শনিবার সকালে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর খুনি জীবিত পাঁচজনের মধ্যে দুজনের সন্ধান পাওয়া গেছে আমেরিকা ও কানাডায়। মুজিববর্ষে তাদের একজনকে দেশে আনার জোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন আরিস্কারে ভারত এবং পাকিস্তান অন্যদেশের সাথে যৌথভাবে গবেষণা কাজ শুরু করেছে। সেখানে বাংলাদেশের কাজ শুরু করতে না পারাটা দুঃখজনক। ভ্যাকসিন পেতে ইউরোপিয় ইউনিয়নে বাংলাদেশ অনেক টাকা দিয়ে রেখেছে বলেও জানান মন্ত্রী।
এ বিভাগের অন্যান্য সংবাদ