সিফাত ও শিপ্রার মুক্তির দাবিতে স্ট্যামফোর্ড শিক্ষার্থীদের মানববন্ধন
টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথের দ্রুত মুক্তি চেয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ এবং স্ট্যামফোর্ড ফিল্ম স্টুডেন্ট সিনে ফোরামের উদ্যোগে চারদফা দাবিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের সামনে মানববন্ধন ও মিছিল করে শিক্ষার্থীরা। তারা বলেন, মেজর (অব.) সিনহার নিহতের ঘটনায় সিফাত প্রত্যক্ষদর্শী হওয়ায় তার জীবননাশের আশঙ্কাও করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সিফাত ও শিপ্রার মুক্তি ছাড়াও মেজর (অব.) সিনহা হত্যার ঘটনার সুষ্ঠু বিচার, গ্রেফতার দুই শিক্ষার্থীকে পুলিশের দায়ের করা মামলা থেকে থেকে অব্যাহতি ও তাদের এবং তাদের পরিবারকে নিরাপত্তা প্রদানের দাবি তোলেন।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক এসএসএফ সদস্য ও মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এসময় ঘটনাস্থল থেকে মেজর (অব.) সিনহার সাথে থাকা সিফাতকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে রিসোর্টে অবস্থান করা শিপ্রা দেবনাথকে গ্রেফতার করে পুলিশ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 