সিলেটে চৌহাট্টায় মোটরসাইকেলে বোমাসদৃশ্য বস্তু, আতঙ্ক
সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। এ কারণে বুধবার সন্ধ্যা থেকে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশসহ বিভিন্ন আইনশৃ্খলা বাহিনীর সদস্যরা।
এটি বোমা কিনা তা নিশ্চিত হতে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম সিলেটে আসছে বলে জানা গেছে।
রাত সাড়ে ১২টায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মোটরসাইলেটির চারপাশ ঘিরে রেখেছেন। ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম সিলেটে এসে সেটি উদ্ধার করবে।
বোমাসদৃশ্য বস্তুটি থাকা মোটরসাইকেলটি সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর।
বিষয়টি নিশ্চিত করে চয়ন নাইডু বলেন, পালসার মডেলের ব্যবহৃত মোটরসাইকেল নম্বর ঢাকা মেট্রো ১৪-৯২৭০। চৌহাট্টা এলাকা বুধবার (৫ আগস্ট) দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় তার মোটরসাইকেল সাথে ছিলো। সন্ধ্যার আগ মূহুর্তে তিনি চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেল রেখে পার্শ্ববর্তী একটি চশমার দোকানে যান। সেখান থেকে ৭-৮ মিনিটের মধ্যে চশমা ক্রয় করে বেরিয়ে মোটরসাইকেলের পেছন দিকে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 