Sobujbangla.com | প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৪৬১ প্রতিবন্ধী
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৪৬১ প্রতিবন্ধী

  |  ১৭:৩৪, জুলাই ৩০, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেলো সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামের ৪৬১ প্রতিবন্ধী। পাশাপাশি এসব প্রতিবন্ধীদের জনপ্রতি আড়াই হাজার টাকা এবং প্রতি পরিবারকে একটি লুঙ্গি ও একটি শাড়ি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তাদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার এম মশিউর রহমান এনডিসি। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বেজায় খুশি প্রতিবন্ধী পরিবারের লোকজন।
বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, প্রতিবন্ধী শিশুদের কোনোভাবেই অবহেলা করা যাবে না। শিশুর সঙ্গে সুন্দর আচরণ করে তার মেধা বিকাশে সহযোগিতা করতে হবে। প্রতিবন্ধী শিশুকে স্কুলে ভর্তি করে তাকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। যদি কোনো শিক্ষক এমন প্রতিবন্ধী শিশুকে স্কুলে ভর্তি না করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও বিধান রয়েছে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পংকি খান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যাম, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চার গ্রাম জামশেদপুর, ধলীপাড়া, মাখরগাঁও ও আমতৈল মিলে বৃহত্তর আমতৈল গ্রাম নামে পরিচিত। আমতৈল গ্রামে প্রতিবন্ধিতার হার সিলেটের সামগ্রিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি। মানবিক এ বিষয়টি বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আনেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি তৎক্ষণাৎ আমলে নেন। তিনি রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য একটি লুঙ্গি ও একটি শাড়ির দেওয়ার জন্য ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ