Sobujbangla.com | নদী ভাঙনের খবর চায় মন্ত্রণালয়
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

নদী ভাঙনের খবর চায় মন্ত্রণালয়

  |  ২০:২৪, জুন ২৮, ২০২০

একজন চিফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।
বন্যার পদধ্বনির মধ্যে রোববার (২৮ জুন) সচিবালয়ে এক সভায় একথা বলেন প্রতিমন্ত্রী।
পানি উন্নয়ন বোর্ডকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। কেননা একজন চিফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য। সকল সংকটে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, কাজকে বেগবান করতে ও এর গুণগত মান রাখতে আমরা টাক্সফোর্সে লোকবল বাড়িয়েছি। ইতোমধ্যে আমি ৪২টি এলাকা পর্যবেক্ষণ করেছি। আমার কাছে কোনো ফাইল পড়ে থাকে না। প্রধান প্রকৌশলীরা আরও বেশি সাইট পরিদর্শন করবেন এবং কাজের সচিত্র অগ্রগতি প্রতিবেদন দেবেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাজের গতিশীলতা আনতে বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবছি।
১৫ দিনের মধ্যে পিডি নিয়োগ
আরএডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতির ওপর পর্যালোচনা সভার সভাপতির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, অতীতে দেখা যেত প্রকল্প পাস হয়ে প্রকল্প শুরু হতে ১ বছর চলে যেত, সেটা আমরা কমিয়ে ৩ মাসে এনেছি। কিন্তু এটা অনেক সময়। আমি মনে করি, প্রকল্প পাসের ১৫ দিনের মধ্যে প্রকল্প পরিচালক নিযুক্ত করতে হবে যাতে তিনি প্রকল্পের কাজকে গতিশীল করতে পারেন।
সভায় জানানো হয়, চলতি বছরের জুনের মধ্যে প্রায় ৩৪টি প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে ১৪টি প্রকল্প সম্পন্ন হয়েছে। অসমাপ্ত প্রকল্পগুলোর সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের সঙ্গে সঙ্গে কালক্ষেপণ না করে টেন্ডার করতে হবে। একাধিক প্রকল্পে দেখা যায় প্রকল্প পরিচালক নিয়োগের পরও কাজের অগ্রগতি নেই যা দুঃখজনক।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) হাবীবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অনলাইনে সংযুক্ত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হকসহ সব প্রধান প্রকৌশলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ