করোনায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮০
দেশে করোনাভাইরাসে রবিবার (২১ জুন) থেকে সোমবার (২২ জুন) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৪৮০ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৮ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৫ জন চট্টগ্রামের ১২ জন, সিলেটের ১ জন, রাজশাহী-খুলনা-ময়মনসিংহে ২ জন এবং বরিশাল বিভাগের ৪ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন এবং ০ থেকে ১১ বছরের মধ্যে ১ জন। ৩৮ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৫ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২৫ জন বাসায় ১২ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ৫০২ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ১৫ হাজার ৭৮৬।
ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬২টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৬ হাজার ২৮৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৫ হাজার ৫৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৭১৯ টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৪০ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৬১৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২০ হাজার ৪৩২ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৪১ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৭ হাজার ৯৬৫ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১২ হাজার ৪৬৭ জন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 