Sobujbangla.com | পরাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন : জুলাই থেকে শুরু হচ্ছে সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

পরাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন : জুলাই থেকে শুরু হচ্ছে সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট

  |  ১৬:৩৭, জুন ১২, ২০২০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ননের সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে জুলাইয়ে প্রথম সপ্তাহ থেকে। শুক্রবার (১২ জুন) সকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক জানিয়েছেন জুলাইয়ে প্রথম সপ্তাহ থেকে সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে।
এই ফ্লাইটে ২০ টন পর্যন্ত পণ্যসম্ভার পরিবহন করা যাবে। পররাষ্ট্রমন্ত্রী পন্য পরিবহনে চট্রগ্রাম এবং ঢাকার সাথে সিলেটের ভাড়ার সমন্বয় করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হককে চিঠি দিয়েছেন।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট থেকে লন্ডন প্রতি কেজি ১.৪৫ ডলার রাখা হলেও চট্রগ্রাম এবং ঢাকা থেকে লন্ডন প্রতি কেজি রাখা হয় ০.৫৫ ডলার। এটি গ্রহণযোগ্য বা ন্যায্যও নয়। দাম একই হওয়া উচিত।
সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের কার্গো স্টোরেজ ক্ষমতা বর্তমান ১০ টন থেকে ২০ টনে প্রসারিত করারও নির্দেশ দেন।
উল্লেখ্য যে,এ বছরের এপ্রিল মাস থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট শুরু হবার কথা থাকলেও করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সব কিছু এলোমেলো হয়ে যায়।বন্ধ করা হয় বিমানের আভ্যন্তরীন এবং আর্ন্তজাতিক সকল ফ্লাইট।

এ বিভাগের অন্যান্য সংবাদ