Sobujbangla.com | মানবতার ফেরিওয়ালা অ্যাভোকেট শামীমা শাহরিয়ার এমপি
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মানবতার ফেরিওয়ালা অ্যাভোকেট শামীমা শাহরিয়ার এমপি

  |  ১৯:২২, মে ৩১, ২০২০

করোনা মহামারি এই প্রার্দুভাবের শুরু থেকে সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম নিজ কাজের পাশপাশি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন হাওর পাড়ের সাধারন মানুষের জন্য। যার জন্য হাওরবাসী ভালবেসে তাকে হাওরকন্যা নামে আখ্যায়িত করেছে।
করোনাভাইরাসের সংক্রমণে রাজনৈতিক ভূমিকার পাশাপাশি সামাজিক ব‍্যক্তিবর্গের মতো মানবিকতার ধারা অব্যাহত রেখে অভিজ্ঞতা ও আধুনিকতাকে কাজে লাগিয়ে এগিয়ে নিচ্ছেন হাওরবাসীকে। এই ক্লান্তিলগ্নে থেমে নেই তার নিজস্ব কার্যক্রম। অব্যাহত রেখেছেন সামাজিক ও মানবিক কাজ। চলমান পরিস্থিতিতে সাংবাদিক, মধ্যবিত্ত, নিম্নবিত্তসহ দুস্থদের নীরবে নিভৃতে সাহায্য করে যাচ্ছেন। শুধু তাই নয় হাওর পাড়ের কৃষকদের কথা চিন্তা করে হাওর রক্ষাবাধেঁ ছিল তার বিশেষ নজরদারী। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা সহ আরও অনেক উপজেলার প্রতিটি বেড়িবাধঁ গিয়েছেন কয়েকবার। বাঁধের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কখনও পায়ে হেটেঁ,কখনও মঠর সাইকেলে কিংবা নৌকায় গিয়েছেন বাধঁ গুলোতে। অনিয়ম গুলো ক্ষতিয়ে দেখেছেন, নিয়ম মানতে বাধ্য করেছেন। তিনি শুধু সেখানেই থেমে ছিলেন না, ছসিয়ে বেড়িয়েছেন হাওরের প্রতিটি গ্রামে গ্রামে, খুজঁ নিয়েছেন প্রতিটি দরিদ্র পরিবারের কৃষকদের।
করোনা মহামারি তাকেঁ এক নিমিষের জন্য তামাতে পারেনি।করোনা পরিস্থিতে সামলে নিতে তাদের পাশে দাড়াতে রাতদিন পরিশ্রম করেছেন সাহস যোগাতে। তাদের সচেতনতার জন্য,তাদের এই কঠিন সময়ে কখনও মাক্স হাতে, গ্রাভস হাতে,সাবান কিংবা নিজের সাধ্যমত ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী নিয়ে পৌছে দিয়েছেন কেটে খাওয়া মানুষের কাছে। শুধু তাই নয় তাদের জন্য পাঠাচ্ছেন নিয়মিত ফলমূল ও পুষ্টিকর খাবার।

এ বিভাগের অন্যান্য সংবাদ