প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন তিনদিন সাপ্তাহিক ছুটির প্রস্তাব দিলেন।
প্রকাশিত হয়েছে | ১৯:৪২, মে ২২, ২০২০
যেভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছেন তাতে দেশে খুব জনপ্রিয়তা অর্জন করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। তার নেতৃত্বের কারণে দেশটিতে করোনায় এক হাজার ৪৯৯ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২১ জনের। এমন সাফল্যের পর এবার বৈশ্বিক জনপ্রিয়তা অর্জনের পথেও রয়েছেন আর্ডার্ন। খবর ইন্ডিয়া ডট কমের।
করোনার ধকলে সবার জীবন ওষ্ঠাগত। ধস নেমেছে অর্থনীতিতেও। এমন পরিস্থিতিতে অর্থনীতির পাশাপাশি জীবনেও কিছুটা স্বস্তির দরকার। সেটাই ভেবে দেখবার জন্য চাকরিদাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আর্ডার্ন।
এ বিভাগের অন্যান্য সংবাদ