Sobujbangla.com | দুই মেয়রকে কঠোরভাবে মাঠে থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

দুই মেয়রকে কঠোরভাবে মাঠে থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে।

  |  ২০:৩৩, মে ১৮, ২০২০

করোনা মহামারিতে রাজধানীতে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই মেয়রকে কঠোরভাবে মাঠে থাকার আহবান জানান স্থানীয় সরকার মন্ত্রীর। নগর ভবনের ব্যবস্থাপনা হতাশাজনক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র। আর উত্তরের মেয়র জানালেন, সরকারি প্রতিষ্ঠানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার পরিমাণ বেশি।
সোমবার সকালে বারিধারায় ডিএনসিসির এডিস মশা নিয়ন্ত্রণ অভিযানে করোনা উপেক্ষা করে মাঠে নামে স্থানীয় মন্ত্রী ও মেয়র। এসময় নির্মান কাজ চলছে এমন কয়েকটি স্থাপনায় গিয়ে খুঁজে পায় এডিস মশার লার্ভা। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভ্রাম্যমান আদালত।
এরপর সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে আলোচনায় মুখ্য বিষয় ছিলো রাজধানীতে মশক নিধন কার্যক্রম নিয়ে। এতে দুই সিটির মেয়র, ওয়াসা ও রাজউক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা অংশ নেন। সেসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন, দক্ষিনের নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস।
এরপর উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, সরকারী ভবনেও যদি অসাবধানতার কারণে মশা জন্মের উৎপত্তিস্থল হয় তবে সেটা দু:খজনক।
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ব্যক্তি পর্যায়ে সচেতনতা ও দুই মেয়রকে কঠোর ভাবে আইন প্রয়োগ করতে হবে।
করোনার মাঝে যদি ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করে তাহলে তা নিয়ন্ত্রন করা কঠিন হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থা নিয়ে সবার সহযোগিতা চান স্থানীয় সরকারমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ