করোনায় শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু আরও ১৪ জনের, নিয়ে দেশে মোট প্রাণহানি ৩২৮ জনের।
দেশে করোনাভাইরাসে শনিবার (১৬ মে) থেকে রবিবার (১৭ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৭৩ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৯ জন ও চট্টগ্রামের ৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ৩২৮ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২২ হাজার ২৬৮।
দেশের মোট ৪২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। আগের ৪১টির সাথে নতুন যুক্ত হয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। এনিয়ে ঢাকার ২১টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবে এখন থেকে নমুনা পরীক্ষা করা হবে।
গত ২৪ ঘণ্টায় মোট ৮ হাজার ৫৭৪ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৮ হাজার ১১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৪ হাজার ৩৭৩ জন।
শনাক্তের দিক থেকে সুস্থতার হার ১৯ দশমিক ৭ শতাংশ এবং শনাক্তের দিক থেকে মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৭৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ২৪৮ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৬০৪ জন।
যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 