Sobujbangla.com | করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন

  |  ১৭:৫৯, মে ১৪, ২০২০

সামাজিক সুরক্ষার বাইরে থাকা কর্মহীন ৫০ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ মে) গনভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুরু করেন তিনি। এসময় জনগণকে আস্থা, বিশ্বাস ও মনোবলের সাথে যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মোবাইল ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি অর্থ যাবে গ্রাহকের কাছে। জেলা, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে হতদরিদ্র ও কর্মহীনদের তালিকা করা হয়। আড়াই হাজার টাকা করে প্রথম কিস্তিতে ১২শ ৫০ কোটি টাকা দেয়া হবে ঈদের আগে।
করোনা ভাইরাসের কারনে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে কর্মহীন হয়ে পড়েছে কোটি মানুষ। সংকট মোকাবেলায় সারাদেশে সামাজিক সুরক্ষার বাইরে থাকা কর্মহীন ৫০ লাখ পরিবারকে এবার মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে পৌছে দেয়া হলো ১২’শ কোটি টাকার অর্থসহায়তা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকেই পদক্ষেপ নেয়ায় করোনায় মৃত্যু নিয়ন্ত্রনে রয়েছে। সারা দেশে সুপরিকল্পিতভাবে ত্রান বিতরণ চলছে বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, শিথিলতার কারনে এ ভাইরাসের সংক্রমন বেড়েছে। তবে তা নিয়ন্ত্রনে রাখা যাবে বলেও আশা তার। জনগনকে আস্থা ও বিশ্বাস নিয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
একই সময় এ স্নাতক ও সমপর্যায়ের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে শিক্ষা উপবৃত্তি ও টিউশন ফির প্রায় ১’শ ১২ কোটি টাকা মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে পৌছে দেয়া হয়। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কথা বলেন বিভিন্ন জেলার উপকারভোগীদের সাথে।

এ বিভাগের অন্যান্য সংবাদ