করোনায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১
দেশে করোনাভাইরাসে বুধবার (১৩ মে) থেকে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১০৪১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৩ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৯ জন ও চট্টগ্রামের আছে ৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৮৩ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১৮ হাজার ৮৬৩।
দেশের ,মোট ৪১টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়ে থাকে যার মধ্যে ঢাকার ২১টি এবং ঢাকার বাইরে ২০টি। গত ২৪ ঘন্টায় মোট ৭ হাজার ৮৩৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। যাদের মধ্যে ঢাকার ৪ হাজার ৯৫৬টি এবং ঢাকার বাইরে ২ হাজার ৮৮১টি। এখান থেকে ৭ হাজার ৩৯২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ঢাকার ৪ হাজার ৫৮৮টি এবং ঢাকার বাইরে ২ হাজার ৪০৮টি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।
নমুনা পরীক্ষা থেকে শনাক্ত হয়েছে ১০৪১ জন, যাদের মধ্যে ঢাকার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে ২৮৭ জন শনাক্ত।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২০১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২ হাজার ৫৭০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৬ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৩৮৯ জন।
যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে নতুন করে সুস্থ কেউ হয়েছেন কি-না, সে তথ্য জানানো হয়নি। সে হিসেবে এ সংখ্যা ৩ হাজার ৩৬১ই থাকছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 