বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে আড়ইশ’ বছরের ইতিহাস ভাঙলেন
১৭৬৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন অগাস্টাস ফিটজরয় তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর গত আড়াইশ’ বছরে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে আর কোন রাজনীতিবীদ তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদে যাননি।
এবার দ্বিতীয় স্ত্রী ম্যারিনা উইলাররের সাথে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে আড়ইশ’ বছর পর আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করলেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন।
এরআগে, ১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইনের সাথে বিবাহ বিচ্ছেদ হয় বরিস জনসনের। তার মাত্র ১২ দিনের মাথায়ই তিনি বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত ম্যারিনা উইলারের সাথে।
ম্যারিনা উইলারের সাথে বরিসের সংসারে তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ সালে বরিস ও ম্যারিনার বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হলেও তা এবার শেষ হলো। ফলে তার বর্তমান প্রেমিকা ও বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের পথে আর কোনও বাধা নেই।
গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন জনসনের প্রেমিকা ক্যারি।