অবরোধ করে করুনার জন্য বাংলাদেশে যত শ্রমিক-কৃষক আছেন সবাইকে একভাবে দেখতে হবে বলে স্লোগান দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা
ঢাকা শহরে চলছে গাড়ি, রিকশা, সিএনজি, মোটরসাইকেল। নির্বিঘ্নে চলাচল করছেন মানুষ। আর্থিক সহযোগিতা ও গণপরিবহন চালুর দাবিতে সড়ক অবরোধ। আর বেতনের দাবিতে রাস্তায় পোশাক শ্রমিকরা। ফলে বোঝার উপায় নেই করোনা ভাইরাসের মতো বশ্বিক মহামারী একটি কঠিন সময় পার করছে বাংলাদেশ।
ঢাকা মহানগরে প্রবেশের অন্যতম পথ বাবুবাজার ব্রিজ। কয়েকদিন আগেও এই ব্রিজের মুখে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিলো। যাতে কেউ রাজধানীতে প্রবেশ বা বের হতে না পারে। ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
কিন্তু মঙ্গলবারের চিত্র সম্পূর্ণ বিপরীত। নেই কোনো প্রতিবন্ধকতা। নেই পুলিশের নজরদারি। সহজেই এই পথে যাতায়াত করতে পারছেন সাধারণ মানুষ। ছিলো ব্যক্তিগত গাড়ির চাপ।
অফিস খুলেছে, শপিংমল খোলার অপেক্ষায়। বাকি কেবল গনপরিবহন। সেই দাবিতে গাবতলী এলাকায় আন্দোলন করে পরিবহন শ্রমিকরা।
রাস্তায় বাঁশ ফেলে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে। লকডাউন সব খাতে একই ভাবে বজায় রাখা না হলে গণপরিবহন খুলে দেবার দাবিতে স্লোগান দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক আসলাম। আশ্বাস দেন শ্রমিকদের সহায়তা করার। এরপর রাস্তা ছেড়ে দেন পরিবহন শ্রমিকরা।
এদিকে গাজীপুরের চন্দ্রায় শ্রমিক ছাটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকালে পল্লীবিদ্যুৎ এলাকায় সান-চেরি কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।
পরে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের পক্ষ থেকে ছাঁটাই বন্ধ ও বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 