বিশ্ববিদ্যালয় ছাত্র তৌহিদের খুনি গ্রেপ্তার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ছাত্র তৌহিদুল ইসলাম খান হত্যার সাথে জড়িত প্রধান আসামি আতিকুজ্জামান আশিককে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) সার্কেল এস পি আল আমিনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৪ মে) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, পিপিএম। একইসঙ্গে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন ময়মনসিংহ জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও এসআই দেবাশীষসহ পুলিশ সদস্যরা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, খুনি আশিক মৃত সোহেল মিয়ার ছেলে। আসামি আশিক পেশাদার চোর ও মাদকসেবী। ঘটনার দুই দিন আগে ভিকটিম তৌহিদের সাথে তার বাসার গলির মাথায় রমজানে সিগারেট খাওয়া নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময়ের তৌহিদের হাতে একটা দামী মোবাইল দেখতে পায় আশিক। তখন থেকেই সেই মোবাইল নেয়ার লোভ হয় আসামি আশিকের। তৌহিদ বাসায় (মেসে) গেলে তার পিছু নিয়ে এসে বাসা দেখে যায় আশিক। ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে বাসার ছাদে উঠে চুরি করতে ঢুকলে তৌহিদ তাকে ধরে ফেলে। উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পাশে থাকা রড দিয়ে ভিকটিমকে রক্তাক্ত করে আশিক পালিয়ে যায়।
গত ৩ মে বিকেলে আসামিকে আকুয়া বোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বয়ান মতে, হত্যাকাণ্ডের সময় পরিহিত রক্তমাখা প্যান্ট এবং গেঞ্জি গাজীপুরের শ্রীপুর এমসি বাজার হতে এবং ৪ মে মেসের পাশের পুকুর হতে রড উদ্ধার করা হয়।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 