Sobujbangla.com | মৌলভীবাজারে আরেক চিকিৎসক করোনায় আক্রান্ত
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মৌলভীবাজারে আরেক চিকিৎসক করোনায় আক্রান্ত

  |  ১৫:৩৭, মে ০৪, ২০২০

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
রোববার হাসপাতালে নিজের কর্মক্ষেত্রে এসে নমুনা জমা দেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত করা হয় তিনি করোনা আক্রান্ত।
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফয়ছল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, রোববারও হাসপাতালে ওই চিকিৎসক দায়িত্ব পালনে এসেছিলেন। আসার পর জানতে পারেন তার বাসার কাজের মহিলার স্বামী করোনা পজিটিভ। এ কথা জেনে ওই চিকিৎসকও করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সে নমুনা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর তাকে মোবাইল ফোনে জানানো হয়, তিনি (চিকিৎসক) করোনা পজিটিভ। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
আরএমও ডা. ফয়ছল জামান জানান, এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেওয়া হচ্ছে।
এ ঘটনার পর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। পরিসংখ্যন অনুযায়ী আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য বেশি।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা গেছেন। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায় মারা যান ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ