Sobujbangla.com | নারায়ণগঞ্জে খুলল শিল্প-কারখানা সামাজিক যোগাযোগ মেনে
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

নারায়ণগঞ্জে খুলল শিল্প-কারখানা সামাজিক যোগাযোগ মেনে

  |  ১৮:৩০, এপ্রিল ৩০, ২০২০

নারায়ণগঞ্জে করোনা ঝুঁকির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সচল করা হয়েছে ১৫৯টি শিল্প কারখানা। ইতোমধ্যেই শ্রমিকরা কাজে যোগদান করেছেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনেই এসব কারখানা সচল করা হয়েছে বলে জানিয়েছেন মালিকরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলার ১৫৯টি শিল্প কারখানাতেই স্বল্প পরিসরে উৎপাদনকাজ শুরু হয়। এর মধ্যে বিজিএমইএ সদস্যভুক্ত ২১টি, বিকেএমইএ’র ১০৫টি, বেপজার অধীনে থাকা ইপিজেডের ২১টি ও বিটিএমএর ১২টি কারখানা রয়েছে।
এদিকে কারখানা চালুর প্রেক্ষাপটে মালিক-শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে শিল্প পুলিশ মাইকিং করে বিভিন্ন নির্দেশনা প্রচার করে। শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই কারখানা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। তবে কারখানার ভেতরে স্বাস্থ্যবিধি পালনের ব্যাপারটি থাকলেও, কারখানার বাইরে শ্রমিকদের মধ্যে সামাজিক দূরত্ব মানার প্রবণতা একেবারেই কম।
করোনা পরিস্থিতিতে কারখানা চালু ও শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত প্রসঙ্গে বিকেএমইএ’র সহ-সভাপতি ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের স্বাস্থ্যবিধি কার্যক্রমের মধ্যে রয়েছে প্রথমেই ফ্যাক্টরিতে প্রবেশের সময় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, ব্লিচিং মেশানো পানিতে পা ও জুতা পরিষ্কার করা, মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা। আমাদের যেসব প্রতিষ্ঠান খোলা ছিল তারা এসব দিকনির্দেশনা পালন করেছে।
সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, আমরা মাইকিং করছি, মালিকপক্ষের সঙ্গে কথা বলেছ এবং শ্রমিকদের বুঝাচ্ছি, যেন তারা নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করে। প্রতিটি কারখানায় হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, গ্লাভস, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। কোথাও শ্রমিক অসন্তোষ নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ