Sobujbangla.com | ইতালিতে লকডাউন শিথিল হচ্ছে ৪ মে থেকে
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ইতালিতে লকডাউন শিথিল হচ্ছে ৪ মে থেকে

  |  ১০:৫৬, এপ্রিল ২৭, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সাত সপ্তাহ ধরে লকডাউন চলছে ইতালিতে। তবে তা এখন শিথিল করার ব্যাপারে পরিকল্পনা পেশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। খবর বিবিসির।
ইতালির প্রধানমন্ত্রী বলেন, আগামী ৪ মে থেকে লকডাউন শিথিল করা হবে। এসময় মানুষজন অল্প সংখ্যায় তাদের আত্মীয়-স্বজনকে পরিদর্শন করতে পারবেন।
লকডাউন উঠলেও কিছু বিষয়ে এখনও কড়াকড়ি থাকছে। যেমন মানুষজন নিজেদের অঞ্চল ছাড়া অন্য অঞ্চলে যেতে পারবেন না, শেষকৃত্যে ১৫ জনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না। তবে খেলাধূলা বা অন্যান্য কর্মকাণ্ডে ব্যাপক শিথিলতা আনা হয়েছে। যদিও সিরি আ নিয়ে কোনও ঘোষণা দেয়া হয়নি।
পার্ক, কারখানা ও বিল্ডিং সাইট পুনরায় খুলে দেয়া হবে। কিন্তু স্কুল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম হওয়ায় ইতালির কর্তৃপক্ষ এমন ঘোষণা দিলো।
রোববার দেশটিতে করোনায় আক্রান্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে, যা ১৪ মার্চের পর থেকে সর্বনিম্ন। ইতালিতে এখন পর্যন্ত ২৬ হাজার ৬৪৪ জন করোনায় মারা গেছে। ইউরোপে আর কোনও দেশে এত বেশি মানুষ করোনায় মারা যায়নি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ইতালিতে এখন পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৬৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে ইতালি ছাড়াও সুইজারল্যান্ড এবং স্পেনও লকডাউন শিথিল করার পরিকল্পনা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ